NewsOne24

বাস-কাভার্ডভ‍্যান সংঘর্ষে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম জাহিদুল ইসলাম (৩৮)।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, নিহত জাহিদুল ইসলামের বাড়ি মাদারীপুরের রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোস্তফা মোল্লার ছেলে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও কাভার্ডভ্যান পুলিশি হেফাজতে আছে।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ