NewsOne24

মা মা চিৎকারেও মন গলেনি মার্কিন পুলিশের

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৩ রোববার


যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের মেম্ফিসে টায়ার নিকোলস নামে এক কৃষ্ণাঙ্গ যুবকের ওপর পুলিশি নির্যাতনের ভিডিও প্রকাশ করা হয়েছে। 

গত ৭ জানুয়ারি ৫ পুলিশ অফিসারের নির্যাতনের শিকার হন নিকোলস। এর তিনদিন পর হাসপাতালে মৃত্যু হয় তার। ভিডিওতে দেখা যায় নির্যাতনের সময় মা মা বলে আর্তনাদ করছিলেন তিনি। চিৎকার-আর্তনাদের পরও তার ওপর দীর্ঘ সময় ধরে চলে নির্যাতন। -খবর বিবিসির।

২৯ বছর বয়সী নিকোলসকে ট্রাফিক আইন অমান্য করার অপরাধে আটকায় পুলিশ। কিছুক্ষণ কথা বলার পর ভয়ে তিনি দৌড় দিলে পুলিশ সদস্যরা তাকে পাকড়াও করে বর্বর নির্যাতন চালান। তার মুখে একাধিক লাথি ও ঘুষি মারেন তারা।

প্রেসিডেন্ট জো বাইডেন এ ভিডিও দেখার পর বলেছেন, ‘এই ভয়ানক ভিডিও দেখে অত্যন্ত ব্যথিত হয়েছি।’

পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় নিকোলসকে আটক করা হয়েছিল। যে ৫ পুলিশ সদস্য নিকোলসের ওপর নির্যাতন চালিয়েছেন তারাও সবাই কৃষ্ণাঙ্গ।

মেম্ফিস পুলিশের পক্ষ থেকে সব মিলিয়ে চারটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

প্রথম ভিডিওতে দেখা যায়, পুলিশ নিকোলসকে গাড়ি থেকে বের হয়ে মাটিতে শুয়ে পড়তে বলছে। এ সময় নিকোলস বলেন, আমি কিছু করিনি। এ সময় এক অফিসার গালি দিয়ে বলেন, ‘মাটিতে শুয়ে পড়।’ আরেকজন নিকোলসকে টেজার দিয়ে ইলেকট্রিক শক দিতে বলেন।

এ ঘটনায় অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

নিউজওয়ান২৪.কম/এসএ