১৮ ফেব্রুয়ারি শবে মেরাজ
ধর্ম ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার
বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সভা সোমবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে হয়। সভা শেষে এ তথ্য জানায় চাঁদ দেখা কমিটি।
চাঁদ অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি রাতে পবিত্র শবেমেরাজ পালিত হবে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুনিম হাসান।
নিউজওয়ান২৪.কম/এসএ