NewsOne24

আজ ৫ বিভাগে হতে পারে বৃষ্টি

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১০:৫০ এএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ফটো

ফাইল ফটো

শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আজ শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ঢাকায় এ ধরনের কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ মুহূর্তে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গতকাল শুক্রবার থেকে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। একদিকে শৈত্যপ্রবাহ অপরদিকে বৃষ্টির কারণে আগামী কয়েকদিন দেশজুড়ে শীত জেঁকে বসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি। এদিন ২০ জেলার ওপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ।

নিউজওয়ান২৪/আরকে