NewsOne24

সমন্বিত ৭ ব্যাংকে চাকরির সুযোগ

নিউজওয়ান২৪ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার

ফাইল ফটো

ফাইল ফটো


বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৭টি ব্যাংকে সমন্বিতভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের জন্য ফি ধরা হয়েছে ২০০ টাকা।

পদের নাম : অফিসার (ক্যাশ)-অফিসার (টেলর)

পদ সংখ্যা : ২৪১৬টি

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক-স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ-শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।

বয়স : মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

প্রার্থীর বিবরণ : প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদনে করতে হবে।

আবেদন ফি : অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) ‘রকেট’ এর মাধ্যমে prepaid payment পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।

আবেদন পদ্ধতি : আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।

আবেদন এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ, রাত ১১.৫৯ পর্যন্ত।

নিউজওয়ান২৪.কম/রাজ