NewsOne24

বেসরকারি শিক্ষকদের ডিসেম্বরের বেতন-ভাতা পরিশোধ

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২ জানুয়ারি ২০২৩ সোমবার

মাউশি

মাউশি


এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের (২০২২ সালের) বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) ৮টি চেকের মাধ্যমে এ অর্থের চেক নির্ধারিত ব্যাংকে পাঠানো হয়েছে।

আগামী ৮ জানুয়ারির মধ্যে এ অর্থ উত্তোলন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির অধীনস্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বরের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের সরকারি অংশের বেতন-ভাতা ৮ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবে।

তবে সাধারণ স্কুল-কলেজের ডিসেম্বরের বেতন-ভাতা ছাড় দেওয়া হলেও এখনো কারিগরি-মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অর্থ ছাড় দেওয়া হয়নি। প্রতি মাসে এ দুই স্তরের শিক্ষকদের অর্থ পেতে কিছুটা বিলম্ব হয়ে থাকে। সোমবার (২ জানুয়ারি) তাদের বেতন-ভাতার অর্থ ছাড় দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টদের কাছে জানা গেছে।

নিউজওয়ান২৪.কম/রানিজা