NewsOne24

মেট্রোরেল চড়তে নাতনিকে নিয়ে ঢাকায় মোজতবা

ডেস্ক নিউজ

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার

মেট্রোরেল চড়তে নাতনিকে নিয়ে ঢাকায় এসেছেন মোহাম্মদ মোজতবা -ছবি: সংগৃহীত

মেট্রোরেল চড়তে নাতনিকে নিয়ে ঢাকায় এসেছেন মোহাম্মদ মোজতবা -ছবি: সংগৃহীত


মেট্রোরেল চড়তে ভোলা থেকে নাতনিকে নিয়ে ঢাকায় এসেছেন মোহাম্মদ মোজতবা। ষাটোর্ধ্ব এই প্রবীণের ঢাকায় আসার উদ্দেশ্য দেশের প্রথম মেট্রোরেলে ভ্রমণ।

শনিবার সকালেই চলে আসেন আগারগাঁও স্টেশনে। উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত গিয়ে আবার ফিরতি টিকিট কাটছিলেন তিনি।

মোহাম্মদ মোজতবা বলেন, দেশে নতুন একটা জিনিস আসছে। মনে হইল দেখা দরকার। নাতি-নাতনিদের নিয়ে এলাম। শখ পূরণ হইল।

মোজতবার মতো শনিবার সকালে অনেকেই আসছিলেন দেশের প্রথম মেট্রোরেলে ভ্রমণ করতে। ছুটির দিনে পরিবার-স্বজনদের নিয়ে তারা ভিড় করেন আগারগাঁও ও উত্তরা স্টেশনের প্রবেশমুখে। টিকিট বিক্রির মেশিন ও টিকিট বিক্রির কাউন্টার—দুদিকেই যাত্রীদের দীর্ঘ লাইন তৈরি হয়। 

তবে বেলা সাড়ে ১১টায় স্টেশনে প্রবেশের ফটক বন্ধ করে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অনেকেই স্টেশনে ঢুকতে না পেরে ফিরে যান।

নিউজওয়ান২৪.কম/এসএ