NewsOne24

অবশেষে আইপিএলে দল পেলেন সাকিব-লিটন

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামের শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স দলভুক্ত করেছে বাংলাদেশি ব্যাটার সাকিব আল হাসান ও লিটন দাসকে। 

শুক্রবার কোচিতে হয় আইপিএলের নিলাম। প্রথম দফায় অবিক্রীত থাকলেও সাকিব, তাসকিন ও লিটনকে পরে চাইলে দলে ভেড়ানোর সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে।

সে সুযোগে সাকিব ও লিটনকে দলে ভেড়ায় কলকাতা। প্রাথমিক তালিকায় থাকা ৪০৫ জনের মধ্যে বাংলাদেশি ক্রিকেটার মাত্র ৪ জন। ৫০ লাখের ক্যাটাগরিতে ছিলেন তাসকিন আহমেদ, লিটন দাস ও আফিফ হোসেন। আর সাকিবের ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। সেই মূল্যে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নেয় কলকাতা।

সাকিব ২০১১ থেকে ২০১৭ ও ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন। ২০১৮ ও ২০১৯ মৌসুমে সাকিব ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। ২০২১ সালে সাকিব নিজের ন্যূনতম মূল্য রেখেছিলেন ২ কোটি টাকা। তাকে ৩ কোটি ২০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলের এবারের নিলামে অংশ নিয়েছেন মোট ৪০৫ ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ২৭৩ জন। আর বিদেশি ক্রিকেটার ১৩২ জন। আগামী বছর মার্চের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা আইপিএলের নতুন আসরের।