NewsOne24

এবারও আইপিএলে দল পেলেন না সাকিব

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৬:৫২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার

২০২৩ সালের আইপিএল উপলক্ষে অনুষ্ঠিত এই ‘মিনি নিলামে’ দেড় কোটি ভিত্তিমূল্যে নিবন্ধন করেছিলেন সাকিব। তবে কোনো দলই বাংলাদেশের তারকা অলরাউন্ডারের প্রতি আগ্রহ দেখায়নি। 

নিলামের প্রাথমিক তালিকায় ৫০ লাখের ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের তিন তরুণ―তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন। সাকিবকে কোনো দল না নেওয়ায় এবারও সম্ভবত আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন মুস্তাফিজুর রহমান। খারাপ সময় কাটিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ‘কাটার মাস্টার’কে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস।  

অবশ্য প্রথম দফায় দল না পেলেও সাকিবকে চাইলে যেকোনো দল এখনো নিতে পারে। সে ক্ষেত্রে জায়গা ফাঁকা থাকতে হবে। আজকের নিলাম থেকে মোট ৮৭ জন ক্রিকেটার কিনতে পারবে দলগুলো। তার মধ্যে বিদেশি কোটা ৩০ জনের। 

সাকিব ছয় মৌসুম খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। দুই মৌসুম ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। তার পাশাপাশি জো রুট, রাইলি রুশোরাও এখনো অবিক্রীত।