NewsOne24

আর্জেন্টিনায় উড়ল বাংলাদেশের লাল-সবুজ পতাকা

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। রবিবার (১৮ ডিসেম্বর) টাইব্রেকারে এমবাপ্পেদের হারিয়ে ট্রফি জেতে তারা।

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে পুরো আর্জেন্টিনা। সেই আনন্দোৎসবের মাঝেই দেশটির জনসমাগমে উড়তে দেখা যায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা।

বিগত ৩ যুগ ধরে বিশ্বকাপ না জেতার যে খরা সেটি ঘুচিয়েছে মেসি বাহিনী। তাদের এমন সাফল্যে ফুটবল ভক্তদের ভিড় জমেছে রাজধানীতে। বিশ্বের অন্যতম বড় প্রশস্থ রাস্তায়ও মানুষের দাঁড়ানোর জায়গা মিলছে না। আর্জেন্টিনা দেখলে মনে হবে যেন মানুষের ঢল নেমেছে। রোববার রাতে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ জেতার পর সেখানে নতুন এক চিত্র দেখা গেছে। রাতজুড়ে মানুষের আনন্দ, হৈ হুল্লোড় ছিল চোখে পড়ার মতো।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপ জয়ের আনন্দে উচ্ছ্বসিত আর্জেন্টাইনরা। রাস্তার মাঝেই নেচে-গেয়ে উল্লাসে মেতে উঠেছেন তারা। আর্জেন্টিনার পতাকা হাতে দেশটির সমর্থকরা বিশ্বজয়ের আনন্দ উপভোগ করতে থাকেন। হাজারো আর্জেন্টিনার পতাকার মাঝেই উড়তে দেখা যায় বাংলাদেশের লাল-সবুজ পতাকাও। সুদূর আর্জেন্টিনায় ওড়া এই পতাকাই জানান দিচ্ছে, বাংলাদেশের মানুষের প্রতি তাদের ভালোবাসা।

এছাড়া এর আগেও মেসিদের নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস, উন্মাদনা, ভালোবাসা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদেশের সমর্থকদের এমন উল্লাস নজর এড়ায়নি আর্জেন্টিনার। এমনকি ফিফাও অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের মানুষের এমন ফুটবল উন্মাদনার ভিডিও প্রকাশ করে। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশি সমর্থকদের এমন ভালোবাসার পর দেশটির জনগণও বাংলাদেশকে নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছে।

নিউজওয়ান২৪.কম/রাজ