NewsOne24

কাঙালিভোজ নিয়ে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নেত্রকোনা সংবাদদাতা

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৮:৪৩ পিএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী


নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে জাতীয় শোক দিবসের কাঙালিভোজ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের বাঘরা বাজারে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশ না করে নেতাকর্মীরা জানান, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লালচান মিয়ার নেতৃত্বে বাঘরা বাজারে মসুর আহমেদ সুপার মার্কেটের সামনে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক পক্ষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বিপ্লব খানের নেতৃত্বে অপর পক্ষ বাঘরা ফাজিল মাদরাসার পাশে কাঙালিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ দু’পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

নেত্রকোণা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আওয়ামী লীগ নেতা বিপ্লব খান ও চাল্লিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লালচান মিয়ার নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, এ ঘটনায় বিপ্লব খান ও আপ্তাব উদ্দিন নামের দুজনকে হেফাজতে নিয়ে এসেছি। তবে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি।

নিউজওয়ান২৪.কম/রাজ