NewsOne24

মার্কিন সেনাদের ফেলে যাওয়া বিমানে নানাভাবে ছবি তুলছে তালেবান

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:৪২ এএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সৈন্যরা কাবুল বিমানবন্দর ত্যাগ করার পর ফেলে যাওয়া সামরিক বিমানগুলোর ভেতরে ঢুকে বিশেষ অঙ্গভঙ্গি করে ছবি তুলছে তালেবান যোদ্ধারা।

বিবিসির খবরে বলা হয়েছে, সর্বশেষ মার্কিন সেনা বিমানবন্দর ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দরে ঢুকে নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় তারা বিজয় উদযাপন করেন। তালেবান যোদ্ধারা নিজেদের উল্লাসের ভিডিও ধারণ করেন।

কয়েকটি ভিডিও এবং ছবিতে দেখা গেছে, তালেবান যোদ্ধারা তাদের বিজয় উদযাপন করতে যুক্তরাষ্ট্রের সেনাদের ফেলে যাওয়া বিমানগুলোতে নানাভাবে ছবি তুলছেন।

তালেবানের বেঁধে দেওয়া সময়ে সোমবার রাতে কাবুল বিমানবন্দর ত্যাগ করে মার্কিন ও তাদের মিত্রদের সেনা সদস্যরা।