NewsOne24

বাদুরের মধ্যে নতুন ভাইরাসের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:৫০ এএম, ১৩ জুন ২০২১ রোববার

বাদুরের মধ্যে নতুন ভাইরাসের সন্ধান

বাদুরের মধ্যে নতুন ভাইরাসের সন্ধান

বাদুরের মধ্যে নতুন কয়েক ধরনের ভাইরাসের সন্ধান পেয়েছেন চীনা গবেষকরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, বাদুড়ের শরীরে পাওয়া নতুন করোনাভাইরাসগুলোর মধ্যে এমন একটি ভাইরাস রয়েছে; যা প্রায় হুবহু কোভিড-১৯ ভাইরাসের মতোই।

গবেষকরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম চীনে এই ভাইরাসগুলো শনাক্ত হয়েছে। বাদুরের মধ্যে করোনাভাইরাসের কতগুলো রূপ রয়েছে এবং এর কতগুলো মানুষের মধ্যে সংক্রামক এর মাধ্যমে তা দেখা যাচ্ছে।

সেল নামের একটি সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে চীনের শ্যানডং ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, আমরা সবমিলিয়ে বাদুরের বিভিন্ন প্রজাতি থেকে ২৪টি নোভেল করোনাভাইরাসের জিন সংগ্রহ করেছি, যার মধ্যে সার্স-কোভ-২ এর  মতো চারটি করোনাভাইরাস রয়েছে।

গবেষকরা জানিয়েছেন, ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বরের মধ্যে বন ও ঘরবাড়ি থেকে বাদুরের নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে। তারা বাদুরের মল-মূত্র ও মুখের লালা সংগ্রহ করেছেন। প্রাপ্ত ভাইরাসগুলোর মধ্যে একটি জিনগতভাবে সার্স-কোভ-২ ভাইরাসের ঘনিষ্ঠতম যেটি বর্তমান মহামারির জন্য দায়ী।

এমন সময় চীনা গবেষকরা এ তথ্য প্রকাশ করলেন যখন করোনার উৎস সন্ধানে নতুন করে তদন্তের জন্য বেইজিংকে চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রের দাবি, চীনের গবেষণাগার থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়েছিল। তবে চীন সেই অভিযোগ অস্বীকার করে আসছে। সূত্র: সিএনএন।