NewsOne24

ইরান ইস্যুতে বাইডেনের সঙ্গে মোসাদপ্রধানের গোপন বৈঠক!

আন্তর্জাতিক ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৯:১৮ পিএম, ৩ মে ২০২১ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন বৈঠক করেছেন।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে এ গোপন বৈঠক হয়। এতে ইরান ইস্যু প্রাধান্য পায়। 

অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে না ফেরার বিষয়টিও আলোচনা হয়। চুক্তিতে না ফেরতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলেও জানানো হয়। এ সময় ইসরাইলের পক্ষে নেতৃত্ব দেন ইয়োসি কোহেন। তবে বাইডেনের সঙ্গে উপদেষ্টা জ্যাক সুলেইভান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন হোয়াইট হাউসে ওই বৈঠকটি এক ঘণ্টা চলে। বাইডেনের সঙ্গে কুহানের সাক্ষাতের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কী কথা বলতে হবে তা কুহানকে জানিয়ে দেন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।