NewsOne24

এটিই সবচেয়ে বড় আম!

আন্তর্জাতিক ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৮:১২ পিএম, ১ মে ২০২১ শনিবার

গিনেজ রেকর্ডস বুকে নাম লিখিয়েছে কলম্বিয়ার আমটি

গিনেজ রেকর্ডস বুকে নাম লিখিয়েছে কলম্বিয়ার আমটি

গিনেজে নাম লিখিয়েছে কলম্বিয়ার একটি আম। রেকর্ডধারী আমটির ওজন সোয়া চার কেজিরও বেশি। দেশটির বয়াকা অঞ্চলের এক বাগানে পাওয়া গেলো ৪ কেজি ২৫৬ গ্রাম ওজনের আমটি।

বাগানের মালিক বেরেরা ও মারোকুইন দম্পতি জানালেন, তারা আগেই বুঝতে পেরেছিলেন লাল ও কালচে রঙের আমটি ঢাউস সাইজের হতে চলেছে। তখন থেকে নেন বাড়তি যত্ন।

এর আগে ২০০৯ ফিলিপাইনের এক খামারের একটি আমের ওজন ছিল ৩ কেজি ৪৩৩ গ্রাম। ওটা এখন রেকর্ডের খাতায় দুই নম্বরে।

সর্বোচ্চ ওজনের আমটি ইতোমধ্যে কেটে খাওয়াও হয়েছে। খুবই সুস্বাদু ছিল বলেও জানিয়েছে বেরেরা-মারোকুইনের পরিবার ও আত্মীয়রা। তবে আমটির একটি রেপ্লিকা তৈরি করে সিটি করপোরেশনকে উপহার দিয়েছেন তারা। সূত্র: ইউপিআই