এটিই সবচেয়ে বড় আম!
আন্তর্জাতিক ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৮:১২ পিএম, ১ মে ২০২১ শনিবার
গিনেজ রেকর্ডস বুকে নাম লিখিয়েছে কলম্বিয়ার আমটি
গিনেজে নাম লিখিয়েছে কলম্বিয়ার একটি আম। রেকর্ডধারী আমটির ওজন সোয়া চার কেজিরও বেশি। দেশটির বয়াকা অঞ্চলের এক বাগানে পাওয়া গেলো ৪ কেজি ২৫৬ গ্রাম ওজনের আমটি।
বাগানের মালিক বেরেরা ও মারোকুইন দম্পতি জানালেন, তারা আগেই বুঝতে পেরেছিলেন লাল ও কালচে রঙের আমটি ঢাউস সাইজের হতে চলেছে। তখন থেকে নেন বাড়তি যত্ন।
এর আগে ২০০৯ ফিলিপাইনের এক খামারের একটি আমের ওজন ছিল ৩ কেজি ৪৩৩ গ্রাম। ওটা এখন রেকর্ডের খাতায় দুই নম্বরে।
সর্বোচ্চ ওজনের আমটি ইতোমধ্যে কেটে খাওয়াও হয়েছে। খুবই সুস্বাদু ছিল বলেও জানিয়েছে বেরেরা-মারোকুইনের পরিবার ও আত্মীয়রা। তবে আমটির একটি রেপ্লিকা তৈরি করে সিটি করপোরেশনকে উপহার দিয়েছেন তারা। সূত্র: ইউপিআই