NewsOne24

বান্দরবানে সেনা অভিযানে অস্ত্র-গুলি, মাদক ও অর্থ উদ্ধার

বান্দরবান সংবাদদাতা

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৮ এপ্রিল ২০২১ বুধবার

বান্দরবানে সেনা অভিযানে উদ্ধারকৃত অস্ত্র-গুলি

বান্দরবানে সেনা অভিযানে উদ্ধারকৃত অস্ত্র-গুলি


বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি, মাদক ও নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে।

বুধবার (২৮এপ্রিল) ভোরে বান্দরবান সেনা জোনের একটি দল রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে।

সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের অধিনায়ক লে. কর্নেল আক্তারু সামাদ রাফি জানান, নোয়াপতং পাহাড়ি এলাকায় জুম্ম লিবারেশন আর্মির সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা রাত একটার দিকে অভিযানে নামে। পরে ভোর ৫টার দিকে সন্ত্রাসীরা টের পেয়ে সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা তাদের সরঞ্জাম রেখে পাহাড়ে পালিয়ে যায়। 

অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ম্যাগাজিন ভর্তি একটি পিস্তল, একে ৪৭, ধারালো দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি, সোলার চার্জার, ১৩টি মোবাইল ফোন, সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রংয়ের পোশাক, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ অর্থ, সন্ত্রাসীদের জাতীয় পরিচয়পত্র, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ব্যাগ এবং দেশীয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

নিউজওয়ান২৪.কম/রাজ