দেশে করোনায় ১১২ মৃত্যুর রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১৯ এপ্রিল ২০২১ সোমবার

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়েছে। টানা চার দিন এই রোগে একশোর উপরে মৃত্যু হল। ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে ৪ হাজার ২৭১ জন রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে টানা চতুর্থ দিন করোনায় একদিনে একশোর উপরে মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৯৭ জনে।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ২৭১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা সাত লাখ ২৩ হাজার ২২১ জন।
গত একদিনে আরো ৬ হাজার ৩৬৪ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। গত বছরের মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল।
এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও আবার বাড়তে শুরু করেছে।