সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চলবে কাল থেকে
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৭ এপ্রিল ২০২১ শনিবার

ফাইল ছবি
আগামীকাল রোববার থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট চলবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট ছিল, তাদেরকে আজ নতুন করে টিকিট দেওয়া হবে।
আজ শনিবার সৌদি এয়ারলাইন্সের ম্যানেজার (বুকিং অ্যান্ড সেলস) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে, যাদের টিকিট ২০ এপ্রিলের পরের তারিখের, তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশে থেকে মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট আজ শনিবার বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী পাঁচটি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।
সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে অবতরণ অনুমতি না পাওয়ায় বিমান ও যাত্রী স্বল্পতার কারণে ফ্লাই দুবাই ফ্লাইট বাতিল করেছে বলে তিনি জানান।