NewsOne24

খেলতে গিয়ে ব্রহ্মপুত্র নদে ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে খেলতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তারা হলো নগরীর সানকিপাড়া এলাকার নাসিমের ছেলে মো. সায়েম (৭), একই এলাকার রতন মিয়ার ছেলে মো. আহাদ (১০) ও শহীদুল ইসলামের ছেলে মো. জিহাদ (৮)।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক কাফিয়া ফেরদৌসী। তিনি বলেন, দুপুর ২টা ১২ মিনিটে একসঙ্গে দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তারপর ১৪ মিনিট পর আরও এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার মজিবুর রহমান বলেন, জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে পাঁচজন শিশু খেলতে পানিতে নামে। পরে তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেন। 

একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে হাসপাতালটির শিশু ওয়ার্ড। সন্তানের জন্য কাঁদছেন বাবা-মা।

মৃত আহাদের বাবা রতন মিয়া বলেন, সকাল ১০টার দিকে দোকান থেকে কিছু কিনবে বলে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। অনেকক্ষণ পরও ঘরে আসছিল না। পরে শুনতে পাই এ ঘটনা।