বুধবার রাজধানীতে যেসব এলাকা, মার্কেট ও বিনোদন কেন্দ্র বন্ধ
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ০৮:০৫ এএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

যমুনা ফিউচার পার্ক
রাজধানী ঢাকার কোন দিন কোন এলাকা, শপিংমল ও বিনোদন কেন্দ্র খোলা বা বন্ধ তা এই দীর্ঘ সময়ে ঢাকায় বসবাসকারী অনেকেরই মুখস্থ হয়ে গেছে।
তবে অনেকেই আবার ঢাকায় নতুন আসছেন বা স্থায়ীভাবে থাকেন না। তারা বিষয়টা জানেন না। আবার ঢাকায় থাকলেও সবার পক্ষে এই তালিকা মুখস্থ রাখাও সম্ভব না।
সেক্ষেত্রে আপনি যদি জেনে যান কোন কোন এলাকা, শপিংমল ও বিনোদন কেন্দ্র আজ বুধবার খোলা বা বন্ধ তাহলে যেতেও সুবিধা, অপ্রয়োজনে হয়রানিও হতে হবে না।
আসুন তাহলে জেনে নিই আজ বুধবার (০৭ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকা, শপিংমল ও বিনোদন কেন্দ্র খোলা এবং বন্ধ থাকছে-
বন্ধ থাকবে যেসব এলাকা
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।
বন্ধ থাকবে যেসব মার্কেট
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।
নিউজওয়ান২৪.কম/রাজ