NewsOne24

লকডাউনের আগে ব্যস্ততা বাড়ল বাংলাদেশ গেমসে

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:২৭ পিএম, ৩ এপ্রিল ২০২১ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুপুর থেকেই বাংলাদেশ গেমসের ভেন্যুগুলোতে গেমস ছাপিয়ে লকডাউন ইস্যু। ক্রীড়া সংশ্লিষ্ট সকলেরই ভাবনা গেমস চলবে তো? আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন লকডাউন পরিস্থিতিতে অবস্থান এখনো স্পষ্ট করতে পারেনি। তবে ইতোমধ্যে অনেক ফেডারেশন তাদের খেলার সূচিতে পরিবর্তন আনছে। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আগামীকালই (শনিবার) অ্যাথলেটিক্স ডিসিপ্লিন শেষ করে দিচ্ছে। 

অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা জরুরি ভিত্তিতে আগামীকালের মধ্যে আমাদের ডিসিপ্লিন শেষ করার উদ্যোগ নিয়েছি।’ বাংলাদেশ শুটিং ফেডারেশন, টেবিল টেনিস ফেডারেশনসহ আরও কয়েকটি ফেডারেশন জরুরি সভায় বসেছে সূচি নিয়ে। 

বাংলাদেশ শুটিং ফেডারেশনের সহ-সভাপতি ও ট্যাকনিক্যাল কমিটির প্রধান ইসতিয়াক আহমেদ বাবলু বলেন, ‘আমাদের বেশ ককেয়টি ইভেন্ট বাকি রয়েছে। ৪ তারিখ পরেও কিছু খেলা রয়েছে। বিশেষ পরিস্থিতি বা নির্দেশনা থাকলে কিছু ইভেন্ট কমিয়ে ফেলা হতে পারে। তবে এই ব্যাপারে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এখনো কিছু জানায়নি। ’ 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ফেডারেশনগুলোর সূচি সংকোচন নীতি প্রসঙ্গে বলেন, ‘ফেডারেশনগুলো যদি মনে করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদের খেলা শেষ করতে পারবে। এতে আমাদের কোনো সমস্যা বা বাধা নেই।’ 

সোমবার থেকে লকডাউনের ঘোষণা করেছে সরকার। আগামীকাল (রোববার) দিন পুরো রয়েছে। এই দিন পর্যন্ত দেখতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘বডি কন্ট্যাক্ট অনেক খেলাই কালকের মধ্যে শেষ হচ্ছে। কিছু দলগত ইভেন্ট বাকি থাকবে। পাশাপাশি ঢাকার বাইরেও কিছু খেলা আছে। সবকিছু মিলিয়ে আমরা গেমস চলমান রেখেই হিসাব করছি।’