দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলেন ট্রান্সজেন্ডার নারী
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১১:৪০ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার

তাসনুভা আনান শিশির
দেশে প্রথমবারের মতো পেশাদার সংবাদ পাঠ করলেন একজন ট্রান্সজেন্ডার নারী। আজ (সোমবার) আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ এই দিনের মধ্যাহ্নের বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামে খবর পাঠ করেছেন তাসনুভা আনান শিশির।
৮ মার্চ নারী দিবসে দেশের গণমাধ্যমের জন্য একটি নতুন ইতিহাস রচনা হলো। নারী দিবসে দুপুর ১২টায় সংবাদ বুলেটিনে খবর পাঠ করেছেন শিশির। বিশেষ এই দিনের মধ্যাহ্নের বৈশাখী সংবাদ শিরোনামে খবর পাঠ করেছেন তাসনুভা আনান শিশির।
বৈশাখী টিভি কর্তৃপক্ষ জানায়, স্বাধীনতার ৫০ বছরে গর্ব করার মতো অনেক অর্জন থাকলেও বৈষম্যহীন ও সবার জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব হয়নি। এই ব্যর্থতার কারণে সবচে বড় অবহেলিত জনগোষ্ঠীগুলোর মধ্যে ট্রান্সজেন্ডাররা অন্যতম।
বৈশাখী টিভিতে শিশির জানালেন তার এগিয়ে চলার সংগ্রাম ও আত্মবিশ্বাসের কথা।
ছেলেবেলার কথা মনে হলেই কষ্ট হয় শিশিরের। আশপাশের লোকজন কেমন করে জানি যেন তাকাতো। বলতো কোমর দুলিয়ে হাঁটে। গালমন্দ শুনতে হয়েছে। সেটা পাঁচ বছর বয়স থেকেই শুরু হয়েছিল। কেউ ‘হিজড়া’, কেউ ‘ছক্কা’ বলে ডাকতো। কেউ বলতো ‘হাফ লেডিস’। কামাল নামে তাকে কেউ আর ডাকতো না।
শারীরিক পরিবর্তন আরো স্পষ্ট হলে হেনস্তার শিকার হতে থাকেন। তিনি পুরুষ থেকে নারীতে রূপান্তরের সিদ্ধান্ত নেন। ২০১৬ সালে তিনি কলকাতায় গিয়ে চিকিৎসকের পরামর্শে পুরুষ থেকে রূপান্তরিত নারী হন। আর নাম পরিবর্তন করে রাখেন তাসনুভা আনান শিশির।
শিশির বলেন, আমি নাটকের কাজে গিয়েছিলাম। আমার উচ্চারণ উপস্থাপন দেখে বৈশাখী টিভি থেকে আমাকে সংবাদ পাঠের জন্য অডিশন দিতে বলা হয়েছিল। আর চাকরি হয়ে গেল। আজ সংবাদ পাঠ করে খুশিতে অনেকক্ষণ কেঁদেছিলাম।