NewsOne24

অভুক্ত কুকুরদের রান্না করে খাওয়ালেন জয়া

শোবিজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

লকডাউনের সময় কোয়ারেন্টিন থেকে বেরিয়ে এসে কুকুরগুলোর পাশে দাঁড়িয়েছেন জয়া।- ছবি: সংগৃহীত

লকডাউনের সময় কোয়ারেন্টিন থেকে বেরিয়ে এসে কুকুরগুলোর পাশে দাঁড়িয়েছেন জয়া।- ছবি: সংগৃহীত


করোনাভাইরাস তথা কভিড-১৯ এর কারণে রাজধানীসহ সারাদেশ প্রায়ই ফাঁকা। মানুষজন তেমন একটা নেই বললেই চলে। এতে শহরের কুকুরগুলোর দিন কাটছে অনাহারে। কারণ বাসায় থাকা ও রাস্তায় চলাচলরত মানুষের আধ-খাওয়া ছুড়ে ফেলা খাবার খেয়েই যে জীবন বাঁচে কুকুরগুলোর।

কিন্তু বিশ্বজুড়ে মহামারির এমন অবস্হায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অসহায় জীবগুলোর জন্য এগিয়ে এসেছেন। করোনাভাইরাসের কারণে না খেয়ে থাকা রাস্তার কুকুরদের খাবার দিচ্ছেন তিনি।

জানা গেছে, লকডাউনের সময় কোয়ারেন্টিন থেকে বেরিয়ে এসে কুকুরগুলোর পাশে দাঁড়িয়েছেন জয়া। গত ২৭ মার্চ থেকে টানা কয়েকদিন নিজ হাতে ভাত ও মুরগির তরকারি রান্না করে রাস্তায় নেমে আসেন এই অভিনেত্রী।

জয়ার এমন উদ্যোগে খুশি হয়ে তার প্রশংসা করছেন অনেকেই। নেটিজেনদের কেউ একজন বলছিলেন, মানুষের মতো চারপাশের প্রাণীগুলোরও বাঁচার অধিকার আছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখে তারাও। জয়ার মতো এমন আরো কিছু মানুষ যদি এগিয়ে আসে তাদের পাশে তাহলে খাবারের অভাবে অন্তত মরতে হবে না মানুষের বিশ্বস্ত সহচর কুকুরগুলোকে।

জয়ার এমন উদ্যোগে খুশি হয়ে তার প্রশংসা করছেন অনেকে।

নিউজওয়ান২৪.কম/এমজেড