NewsOne24

‘করোনার ফায়দা’ লুটতে লাজ ফার্মার বে-লাজ কাণ্ড!

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত


প্রাণঘাতি করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর প্রকোপের মধ্যে ব্যাপক চাহিদার সুযোগে বিভিন্ন সুরক্ষা পণ্য মজুদ ও বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ফকিরাপুলে লাজ ফার্মার একটি শাখাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল এই অভিযান চালায়।

অভিযানে দোকানটিতে ৪ টাকায় কেনা এক জোড়া হ্যান্ড গ্লাভস বিক্রি করা হচ্ছিল ২০ টাকায়। তাছাড়া দোকানের কর্মীরা প্রথমে অস্বীকার করলেও পরে কয়েক কার্টন হেক্সিসলের (তরল জীবাণুনাশক) মজুদ পাওয়া যায়।

অভিযানটি আব্দুল জব্বার মণ্ডল ফেইসবুক লাইভে সরাসরি প্রচারও করেন। সেখানে লাজ ফার্মার একজন কর্মীকে বেশি দামে গ্লাভস বিক্রি এবং হেক্সিসল মজুদ করার কথা স্বীকার করতে শোনা যায়।

লাইভে আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘এ ধরনের অসদুপায় অবলম্বনের দায়ে শাখাটিকে এক লাখ টাকা জরিমানা করা হলো।’

এছাড়া একজন ক্রেতার কাছে ন্যায্যমূল্যে এক জোড়ার বেশি গ্লাভস বিক্রি না করতে এবং মজুদ থাকা পর্যন্ত হেক্সিসল বিক্রির নির্দেশও দেয়া হয় এসময়।

নিউজওয়ান২৪.কম/এমজেড