NewsOne24

ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ৭ মার্চ ২০২০ শনিবার

কোভিড-১৯ প্রতিরোধে ইতালি সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে-ছবি: সংগৃহীত

কোভিড-১৯ প্রতিরোধে ইতালি সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে-ছবি: সংগৃহীত

ইতালিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়েই চলছে। শুক্রবার (৬ মার্চ) দেশটিতে করোনার আক্রমণে ৪৯ জনের মৃত্যু হয়েছে। 

ইতালির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, এ নিয়ে এখন পর্যন্ত ইতালিতে প্রাণ গেল ১৯৭ জনের। দেশটির ২১টি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৬ জনে। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭৮ জন।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫২৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে।

কোভিড-১৯ প্রতিরোধে ইতালি সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

ইতালীর প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের মাধ্যমে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কমিটি’র নতুন নিয়মাবলী প্রকাশ করা হয়েছে।

এই নিয়মাবলীতে ৩০ দিনের জন্য পুরো ইতালি জুড়ে ইভেন্ট বা খেলা যা ভিড় সৃষ্টি করতে পারে তা এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে মানুষকে। যতটুকু সম্ভব আলিঙ্গন, হ্যান্ডশেক এবং চুম্বন এড়িয়ে চলতে বলা হয়েছে। অন্যান্য ব্যক্তিদের থেকে কমপক্ষে ১ থেকে ২ মিটার দূরে থাকতে হবে।

৬৫ বছরের বেশি বয়সীদের বাসায় থাকার, বেশি বয়সী বা যারা অসুস্থ, তাদের ভিড়ের জায়গায় না যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

ইতালিতে প্রবাসী বাংলাদেশি কেউ করোনায় আক্রান্ত হয়েছে এমন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সর্তক হওয়ার অনুরোধ জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। অতি জরুরি না হলে দেশে ভ্রমণ না করারও পরামর্শ দেন তিনি।

ইতালির বিভিন্ন শহরে প্রায় ২ লাখ বাংলাদেশি বসবাস করছে।

নিউজওযান২৪.কম/এমজেডে