NewsOne24

আওয়ামী লীগের লোকেরা কেন ভোট দিতে গেল না : মওদুদ

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০২:৩১ এএম, ৭ মার্চ ২০২০ শনিবার

রাজধানীর বাংলামোটরে হক টাওয়ারে নির্বাচনোত্তর মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ছবি: সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে হক টাওয়ারে নির্বাচনোত্তর মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। ছবি: সংগৃহীত


ঢাকা সিটি কর্পোরেশনের সদ্য সমাপ্ত হওয়া নির্বাচনকে কোনোভাবেই নির্বাচন বলা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন ব্যবস্থায় দলমত নির্বিশেষে সবাই আস্থা হারিয়েছে। নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আস্থা নেই।’

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে হক টাওয়ারে নির্বাচনোত্তর এক মতবিনিময় সভায় ওই মন্তব্য করে তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, ‘সিটি নির্বাচন হয়নি। এটাকে কোনোভাবেই নির্বাচন হয়েছে বলে ধরে নেয়া যায় না। সরকারি হিসেবে ২৫ শতাংশ ভোট পড়েছে। কিন্তু আমরা সবাই জানি ১০ শতাংশের বেশি ভোট পড়েনি। অর্থাৎ আমরা বলতে পারি, জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। কারণ, তারা ভোট দিতে যায়নি।’

‘একজন তো মাত্র ১৫ শতাংশ ভোট নিয়ে ফের মেয়র হয়েছেন। আরেকজন ১৭ শতাংশ ভোট নিয়ে মেয়র হয়েছেন। এই ভোট নিয়ে রাজধানীর বুকে মেয়রের দায়িত্ব পালন করার নৈতিক অধিকার বা শক্তি নেই। তারা দুর্বল মেয়র হিসেবে পরিচিত হবেন। কারণ, তিনিও জানের জনগণের সমর্থন ছাড়াই মেয়র হয়েছেন।’

তিনি বলেন, ‘প্রশ্ন জাগে আওয়ামী লীগের লোকেরা কেন ভোট দিতে গেল না। তারা তো দাবি করে, ৪৫ শতাংশ সমর্থন আছে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইসচেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।

নিউজওয়ান২৪.কম/এমজেড