NewsOne24

ইরানের আরেক শীর্ষ কমান্ডারকে হত্যা 

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৩ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি -ফাইল ফটো

কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি -ফাইল ফটো

ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই হত্যা করা হলো আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে। 

তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন। 

মোজাদ্দামি সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত।

বুধবার (২২ জানুয়ারি) ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে নিজ বাড়ির সামনে মাথায় গুলি করে তাকে হত্যা করে বন্দুকধারী দুই সন্ত্রাসী। খবর রয়টার্সের।

তবে এ হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

মোজাদ্দামি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের অন্যতম প্রভাবশালী কমান্ডার ছিলেন। আইআরজিসির মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানে যে কোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হতো। এর আগে ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন সোলাইমানি।

নিউজওয়ান২৪.কম/এমজেড