NewsOne24

পেছালো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৯ জানুয়ারি ২০২০ রোববার

ফাইল ফটো

ফাইল ফটো

সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে দাবির মুখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন করে পহেলা ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

শনিবার (১৮জানুয়ারি) নির্বাচন ভবনে ভোটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে দুই দফা বৈঠকে বসে সিইসি। এর আগে বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। পরে মাগরিবের নামাজের বিরতির পর আটটায় দ্বিতীয় দফায় বৈঠকে এ সিদ্ধান্ত নেয় কমিশন।

রাত সাড়ে আটটায় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা সাংবাদিকদের ভোটের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, পরীক্ষার তারিখ পেছালে সমস্যা হবে কিনা আলোচনা হয়েছে। তারা এরইমধ্যে পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড