NewsOne24

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক ২২ জানুয়ারি 

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার

নির্বাচন কমিশন ভবন- ফাইল ফটো

নির্বাচন কমিশন ভবন- ফাইল ফটো

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। 

২২ জানুয়ারি বিকেল ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১) মোহাম্মদ মোরশেদ আলম) স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক আগামী ২২ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট- ২), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনাররাও বৈঠকে উপস্থিত থাকবেন।

ইসি সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী ও ইসির সিনিয়র সচিব মো. আলমগীর উপস্থিত থাকবেন।

নিউজওয়ান২৪.কম/এমজেড