NewsOne24

বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। মাগরিবের পর আম বয়ান শুরু করেন ভারতের মওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। তার বয়ানে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

বিশ্ব ইজতেমায় অংশ নেয়া দুই বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

তীব্র শীতের মধ্যে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া ইজতেমার প্রথম পর্বের প্রথম রাতেই তাদের মৃত্যু হয়। দুজনেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া থানার বাসিন্দা মোহাম্মদ আলী (৭০) ও সিরাজগঞ্জের কাজীপুর থানার পাটাক এলাকার খোকা মিয়া (৬০)।

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

নিউজওয়ান২৪.কম/এমজেড