NewsOne24

মধ্যপ্রাচ্যে বিমান চলাচল বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার

ফাইল ফটো

ফাইল ফটো

ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় পারস্য উপসাগর এলাকায় সব ধরনের বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

ইরানি জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে বুধবার (৮ ডিসেম্বর) ভোরে ইরাকের মার্কিন দুই সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরাকের ওই দুই সেনাঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

অপরদিকে ইরানের এ হামলা পর পরই ইরাক, ইরান, পারস্য উপসাগর এবং ওমানের উপসাগরীয় এলাকায় বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে ইরানের ইসলামী রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) বলেছে, জেনারেল কাসেম সোলাইমানির ওপর মার্কিন বাহিনীর সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে 'এইন আল-আসাদ' ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড