NewsOne24

সোলেইমানির জানাজায় লাখো মানুষের ঢল, পদদলনে নিহত ৩৫

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:০৬ এএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন বাহিনীর হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানির জানাজায় লাখো মানুষের ঢল নামে। এ সময় পদদলিত হয়ে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ইরানি এ জেনারেলের নিজ শহর কেরমানে দাফনের আগে অনুষ্ঠিত জানাজা নামাজের সময় পদদলনের ঘটনায় এ প্রাণহানি ঘটে। এ সময় আরো অনেকে আহত হয় বলে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গত শুক্রবার (৩ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের স্থপতি হিসেবে পরিচিত কুদস ফোর্সের শীর্ষ এ জেনারেলকে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়।

সোমবার (৬ জানুয়ারি) সকালে যখন জেনারেল সোলেইমানির মরদেহ ইনকিলাব চত্বরে পৌঁছায় তখন লাখ লাখ মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয় তেহরান। পরে সেখান থেকে তার মরদেহ তেহরান বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত এ জেনারেলের জানাজা নামাজের নেতৃত্ব দেন।

এ হত্যাকাণ্ডের ‘কঠোর প্রতিশোধ’ নেয়ার ঘোষণা দিয়েছেন খামেনি। প্রতিশোধ নেয়ার পণ করেছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও। অন্যদিকে প্রতিশোধ নেয়ার চেষ্টা করা হলে ইরানের ওপর আরো হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প।

নিউজওয়ান২৪.কম/এমজেড