NewsOne24

লংকান অলরাউন্ডার থিসারা পেরেরা যোগ দিলেন আর্মিতে 

খেলা ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরা যোগ দিলেন দেশটির সেনাবাহিনীতে। দেশটির আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শাবেন্দ্রা সিলভার আমন্ত্রণে শ্রীলংকা আর্মি ভলান্টিয়ার ফোর্স-এ একজন মেজর হিসেবে যোগ দিয়েছেন পেরেরা। 

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার চন্দনা বিক্রমাসিংহে সোমবার জানিয়েছেন, থিসারা আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি গাজাবা রেজিমেন্টে অধিভুক্ত হবেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও পেরেরার নিয়োগ অনুমোদন দিয়েছে। 

এক টুইট বার্কায় পেরেরা লিখেছেন, আর্মি কামন্ডার লেফটেন্যান্ট জেনারেল শাবেন্দ্রা সিলভার আমন্ত্রণ পেয়ে সঙ্গে সঙ্গেই আমি তা গ্রহণ করি এবং সেনাবাহিনীতে যোগদান করেছি। তার মত ব্যক্তির কাছ থেকে আমন্ত্রণ পাওয়া আমার জীবনের সেরা অর্জনগুলোর একটি। আপনাকে ধন্যবাদ স্যার! সেনাবাহিনী ক্রিকেটে নিজের সেরাটা দিতে আমি মুখিয়ে আছি।

আর্মি ক্রিকেটে খেলার জন্য এর আগে একজন মেজর হিসেবে লংকান আর্মিতে যোগ দিয়েছিলেন দিনেশ চান্দিমাল। রোববারই আর্মি ক্রিকেট স্টেডিয়ামে নিজের প্রথম ম্যাচটি খেলেছেন থিসারা পেরেরা।

নিউজওয়ান২৪.কম/এমজেড