NewsOne24

বরিসের কনজারভেটিভ পার্টি ফের ক্ষমতায় 

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

বরিস জনসন- ফাইল ফটো

বরিস জনসন- ফাইল ফটো

ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বরিস জনসনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয়ী হয়েছেন। বহুল আলোচিত এ নির্বাচনের ফলাফল নিয়ে কিছুটা আশঙ্কা ছিল দেশটির জনগণের মধ্যে। 

তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে ফের জয় পেয়েছে দেশটির কনজারভেটিভ পার্টি।
 
শুক্রবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টা ১৮ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। খবর- বিবিসি'র 

নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬১৪টি আসনের ফলাফল জানা গেছে। সে অনুযায়ী ভোটে ৩৫২টি আসন জিতেছে বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। এছাড়া লেবার পার্টি পেয়েছে ২০২টি আসন। বাকি আসনগুলো অন্যান্য দলগুলো পেয়েছে। এখনো ভোট গণনা চলছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ। শুরু থেকেই এগিয়ে ছিল বরিস জনসনের কনজারভেটিভ পার্টি। 

কনজারভেটিভ পার্টি টানা ৯ বছর ধরে ক্ষমতায় আছে। পরপর দুইবার ২০১০ এবং ২০১৫ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি সরকার পরিচালনা করে।

নিউজওয়ান২৪.কম/এমজেড