NewsOne24

নকিয়া আনলো স্মার্ট টিভি

মোবাইল-পিসি-টেক ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নকিয়া। স্মার্টফোনের জন্য সারা বিশ্বে খুবই জনপ্রিয় এ ব্র্যান্ডটি। ফিনল্যান্ডের বহুজাতিক এ কোম্পানীটি এবার বাজারে আনছে স্মার্ট টিভি। 

প্রতিষ্ঠানটি এই দায়িত্ব দিয়েছে ভারতীয় ইকমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টকে। পুরো বিশ্বে নোকিয়া ব্র্যান্ডের এটিই প্রথম টিভি।

নকিয়ার প্রথম স্মার্ট টিভি বাজারে আসতে পারে ১০ ডিসেম্বর। ৫৫ ইঞ্চির আল্ট্রা এইচডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে থাকছে জেবিএল-এর দুইটি ২৪ ওয়াট স্পিকার। ১৬:৯ অনুপাতের ৬০ হার্টজ রিফ্রেশ রেটের পর্দার পাশাপাশি ডলবি ভিশন এবং এইচডিআর১০ সমর্থন রয়েছে নকিয়া টিভিতে। এ ছাড়াও তিনিটি এইচডিএমআই পোর্ট এবং দুইটি ইউএসবি পোর্ট রয়েছে এতে।

নকিয়া ব্র্যান্ড পার্টনারশিপের ফ্লিপকার্ট ভাইস প্রেসিডেন্ট ভিপুল মেহরোতরা বলেন, আমাদেরকে সঙ্গে নিয়ে নতুন পথে নকিয়া। আমরা গ্রাহকদের কথা মাথায় রেখে পণ্য তৈরি করছি। নকিয়া ব্র্যান্ডের স্মার্ট টিভিগুলো গ্রহণযোগ্য ও সাশ্রয়ী মূল্যের হবে।

ফ্লিপকার্টের পক্ষ থেকে টিভিতে অ্যান্ড্রয়েডভিত্তিক অপারেটিং সিস্টেম থাকার কথা বলা হলেও এটিকে নির্দিষ্ট করে ‘অ্যান্ড্রয়েড টিভি’ হিসেবে উল্লেখ করা হয়নি। নকিয়া ব্র্যান্ডের এই টিভির বাজার মূল্য বলা হয়েছে ৫৮৯ মার্কিন ডলার।

নিউজওয়ান২৪.কম/এমজেড