NewsOne24

উগান্ডায় বৃষ্টিপাত-ভূমিধসে ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১০:৪০ এএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। 

রোববার (৮ ডিসেম্বর) এক টুইট বার্তায় মানবাধিকার সংস্থা রেডক্রস এ তথ্য জানিয়েছে।

রেড ক্রস জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের বুন্দিবুগিও পাহাড়ে কোকোয়া গাছের নিচে বেশ কয়েকজনের মরদেহ চাপা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করা হচ্ছে।

কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বুন্দিবুগিও জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, চলতি মাস জুড়েই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরই মধ্যে দেশটির বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড