NewsOne24

জনপ্রতিনিধি নয়, পারলেন তরুণরা

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০২:১৯ এএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ধলিয়া খালের উপর একটি সেতু মোহাম্মদপুর, বড়ঝলাসহ পাঁচ গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি।

জনপ্রতিনিধিরা এ দাবি পূরণ না করায় এবার সেতু নির্মাণে মাঠে নেমেছে তরুণরা। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেম ভূঁইয়ার ছেলে শিপন ভূঁইয়ার উদ্যোগেই স্বেচ্ছাশ্রমে ধলিয়া খালের ওপর সেতু নির্মাণ করছে গ্রামের যুবসমাজ।  

রোববার (৮ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, নদী ভাঙনের কারণে ধলিয়া খালটি বহু বছর ধরে মাটিরাঙ্গা পৌরসভা থেকে মোহাম্মদপুর-বড়ঝলাসহ পাঁচটি গ্রাম বিচ্ছিন্ন রয়েছে।

বড়ঝলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিমল চাকমা বলেন, ধলিয়া খালের ওপর সেতু না থাকায় বছরের বেশিরভাগ সময় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হয়। এ কারণে দিনদিন বিদ্যালয়ের শিক্ষার্থী কমে যাচ্ছে। শিপন ভূঁইয়ার এমন উদ্যোগে দুর্ভোগ লাঘব হবে।

শিপন ভূঁইয়া বলেন, পুরো বছর ধলিয়া খালে পানি থাকে। এ কারণে ভোগান্তি আমাদের পিছু ছাড়ে না। মানুষের চলাচল, কৃষিপণ্য বাজারজাত কষ্টসাধ্য হয়ে পড়ে। এ কারণে গ্রামের যুবকদের স্বেচ্ছাশ্রমে খালের উপর ১৭ ফুট সেতু নির্মাণ করে সাময়িকভাবে যোগোযোগের ব্যবস্থা করা হয়েছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড