NewsOne24

‘ভাড়াটে প্রেমিক’

ইত্যাদি ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ৩০ নভেম্বর ২০১৯ শনিবার

ফাইল ফটো

ফাইল ফটো

প্রতিদিনের এক ঘেয়ে জীবনের প্রতি আমরা সবাই একটা সময় হাঁপিয়ে যাই। একরকম কাজ করতে আমাদের অনেকেরই ভাল লাগে না। তখন দরকার হয় একটু বিশ্রাম ও প্রশান্তির।

কিন্তু আপনি একবার কল্পনা করে দেখুন আপনি জীবটা নির্বাহের জন্য কাজ করছেন ঠিকই, কিন্তু সেই কাজে প্রতিদিনই আপনার টুইস্ট থাকবে। কেননা প্রতিদিন নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব একই সঙ্গে প্রেম! বিনিময়ে আপনি পাচ্ছেন অর্থ। একটু জটলা লাগছে ব্যপারটাতে? তাহলে খুলেই বলা যায়।

আজকাল ইন্টারনেটে প্রেমিক ভাড়া করার লোভনীয় বিজ্ঞাপন দেখা যায়। ছবি, নামসহ কার ভাড়া কত সব তথ্য থাকবে সেখানে। আর সেখান থেকে আপনাকে ভাড়া নিতে পারবে। বিনিময়ে আপনি তার সঙ্গে বন্ধত্ব করবেন, প্রেমিকের মতো আচরণ করবেন।  জাপান, চীন, আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে প্রেমিক ভাড়া দেয়া হয়ে থাকে এবং এটি সেসব দেশে আইনসম্মত।

আর আপনি যদি সেই ভাড়াটে প্রেমিকের মধ্যে একজন হতে চান তাহলে আপনাকে সেসব দেশের নাগরিত হতে হবে। একই সঙ্গে আপনার বয়স অবশ্যই উক্ত দেশগুলোর আইনমতে প্রাপ্ত বয়স্ক হতে হবে।

নিউজওয়ান২৪.কম/এমজেড