NewsOne24

হলি আর্টিজান মামলার রায় আজ, সারাদেশে নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৯:১৮ এএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায় আজ বুধবার (২৭ নভেম্বর)। আর এ রায় ঘিরে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া আদালত এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে হলি আর্টিজান মামলার রায়কে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, রায়কে সামনে রেখে মঙ্গলবার থেকেই সর্তক অবস্থানে রয়েছি। রায়ের দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। যতদিন প্রয়োজন মনে করবো, এ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে দুপুরে এ উপলক্ষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম ও কৃষ্ণ পদ রায় আদালত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা বুধবার আদালতের বিশেষ নিরাপত্তা নিয়ে লালবাগ ডিভিশন ও আদালতের ডিসি প্রসিকিউশনকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত হন। হামলা প্রতিহত করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা এএসপি রবিউল করিম এবং ওসি সালাউদ্দিন খান নিহত হন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

গত বছরের ২৩ জুলাই  হলি আর্টিজান মামলার তদন্ত শেষে ২১ জনকে আসামি করে চার্জশিট দেয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। পরে ওই বছরের ২৬ নভেম্বর বিচার শুরু করে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

এরপর গত ১৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ২৭ নভেম্বর রায়ের দিন ধার্য করেন।

নিউজওয়ান২৪.কম/এমজেড