গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা দিতে আপিল বিভাগের নির্দেশ
নিউজ ডেস্ক
নিউজওয়ান২৪
প্রকাশিত : ১০:১১ এএম, ২৪ নভেম্বর ২০১৯ রোববার

ফাইল ফটো
গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
রোববার (২৪ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ নির্দেশ দেন।
আজ থেকে আগামী তিন মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতে হবে বলেও নির্দেশ দেন আপিল বিভাগ।
আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সঙ্গে ছিলেন আইনজীবী মেহেদী হাসান চৌধুরী, শরীফ ভূঁইয়া ও আইনজীবী তানিম হোসেইন শাওন।
বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যটর্নি জেনারেল মুরাদ রেজা ও আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
এর আগে, গত ১৭ অক্টোবর গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা আদায়ের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল করে বিটিআরসি। পরে গত ১৮ নভেম্বর গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা সংক্রান্ত আপিলের আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ।
নিউজওয়ান২৪.কম/এমজেড