NewsOne24

গুগল আনল ‘কাগুজে ফোন’!  

মোবাইল-পিসি-টেক ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৩৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানুষকে ডিজিটাল দুনিয়া থেকে মুক্তি দিতে গুগল আনল ‘কাগুজে ফোন’। অভিনব এই ফোনে অন্যদের নম্বর থেকে নোটবুক, ম্যাপ থেকে আবহাওয়ার চ্যানেল কিংবা ছবি থেকে জরুরি যে কোনো তথ্যই রাখা যাবে। 

তবে ভাঁজ করা কতগুলো কাগজের টুকরোর মতো দেখতে এই ফোন থেকে কথা বলা যাবে না কারো সঙ্গে। তোলা যাবে না কোনো সেলফিও।

জানা গিয়েছে, স্মার্টফোনের আসক্তি কাটাতেই অভিনব এই পেপার ফোন নিয়ে এসেছে পৃথিবী বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল। ‘ডিজিটাল ওয়েলবিয়িং এক্সপেরিমেন্টস’ প্রজেক্টের ফসল এই ফোন। নাম শুনে কাগজের ফোন মনে হলেও আদতে এটি একটি অ্যাপ।

এর মধ্যে দৈনন্দিন জীবনের সমস্ত প্রয়োজনীয় তথ্য একসঙ্গে সংরক্ষণ করে রাখা যাবে। আর প্রয়োজনে অ্যাপটিকে ব্যবহার করে একটি কাগজে তার প্রিন্ট আউট নেয়া যাবে। ফলে স্মার্টফোন সঙ্গে না রেখে ওই কাগজটি সঙ্গে রাখলেই সমস্ত দরকারি তথ্য নাগালের মধ্যেই থাকবে।

আর এটিকে ভাঁজ করে অতি সহজেই পকেটে করে নিয়ে ঘোরা যাবে। কেউ যদি প্রিন্ট না করতে চান তাহলে পিডিএফ ফাইল হিসেবেও তথ্যগুলোকে সেভ করে রাখা যাবে।

গুগলের তরফে এই অ্যাপটিকে ‘ডিজিটাল ডিটক্স’ বলে অভিহিত করা হচ্ছে। আত্মপ্রকাশের পর থেকেই প্রচারে থাকা এই অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে অ্যান্ড্রয়েড ও ক্রোমের মতো গুগল প্রোডাক্টে।

ডিজিটাল দুনিয়া থেকে যারা মুক্তি পেতে চান তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নিয়েছে গুগল কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে, যারা স্মার্টফোনের সঙ্গে বেশিরভাগ সময় কাটাতে কাটাতে বিরক্ত হয়ে পড়েছেন। অথবা যারা প্রযুক্তির সঙ্গে সামাজিক জীবনেও সমানভাবে বিচরণ করতে চান। তাদের জন্যই এই অ্যাপ আনা হয়েছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড