NewsOne24

এমন জয়ে উচ্ছ্বাস কেন সীমিত, জানালেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৯:৩৪ এএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে তাদের মাঠে ৭ উইকেটে হারায় রিয়াদের দল। এই ম্যাচেই ব্যাট হাতে একাই তাণ্ডব চালান মুশফিক। আর এই ম্যাচ জিতেই তেমন একটা উদযাপন করেনি বাংলাদেশ দল।

উদযাপন না করার কারণ জানালেন মুশফিক নিজেই। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ওই ম্যাচে খেলা শেষ হওয়ার আগেই উদযাপন করেছিলেন মুশফিক। পরে ৩ বলে ২ রানের সমীকরণ মেলাতে না পারায় সেই উদযাপন নিয়েই তাকে পড়তে হয়েছিল তুমুল সমালোচনায়।

এবার ১৪৯ রানের লক্ষ্যে শেষ ৩ ওভারে যখন দরকার ৩৫ রান। পরিস্থিতি তখন আরও কঠিন। এবার ৩ বল আগেই খেলে শেষ করেছেন তারা দু’জনেই। বিপর্যস্ত সময়ে এমন একটা জয় পাওয়ার পরও উচ্ছ্বাস কেন সীমিত, জানালেন মুশফিক, ‘জয় তো জয়ই। এখনও দুইটা ম্যাচ আছে। এখনো সিরিজও জিতি নাই। আরও একটা ম্যাচ জিতে যদি সিরিজটা জিততে পারি তাহলে ইনশাল্লাহ আরও ভালো উদযাপন করব।’

‘আত্মবিশ্বাস ছিল, পেশাদার থাকতে চেয়েছি। পরিকল্পনাগুলো কাজে লাগাতে পেরেছি। অনেক কিছুই হতে পারত। সেসব না ভেবে নিজেদের ওপর বিশ্বাসটা বহাল রেখে এগিয়েছি। আমি মনে করি সিরিজ জেতার ভালো সুযোগ আছে।’

নিউজওয়ান২৪.কম/এমজেড