NewsOne24

‘স্পাইডারওম্যান’ গড়লেন বিশ্বরেকর্ড (ভিডিও)

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৯:৩১ পিএম, ১ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার লোকেরা তাকে ডাকে স্পাইডারওম্যান। প্রাচীর বেয়ে দ্রুত ওপরে ওঠায় রেকর্ড সৃষ্টি করেছেন আরিয়েস সুসান্তি রাহায়ু নামক এই তরুণী। 

ইন্দোনেশিয়ার এই অ্যাথলিট ৬.৯৯৫ সেকেন্ডে কোনো কিছু বেয়ে নারীদের ওপরের ওঠার বিশ্বরেকর্ড গড়েছেন।

আরিয়েস ১৫ বছর বয়স থেকে প্রাচীর বেয়ে উঠতে শুরু করেন। ২০১৮ সালে বিশ্বকাপ জিতে তিনি এই স্পাইডারওম্যান নাম পেয়েছেন। 

আরিয়েস সুসান্তি রাহায়ু জানান, আমি ৬.৯ সেকেন্ডে এটা শেষ করতে পেরে খুবই খুশি। আমি আশা করিনি এতো কমে এটা শেষ করেত পারবো। গত বছর সময় লেগেছিল ৬.৮ আর অনুশীলনের সময় ৬.৯ সেকেন্ড।

আরিয়েস ২০২০ অলিম্পিকের জন্য কঠোর অনুশীলন করছেন। অলিম্পিকে প্রথমবারের মতো আরোহন ইভেন্ট যুক্ত হচ্ছে। 

দেথুন ভিডিও>>>

নিউজওয়ান২৪.কম/এমজেড