NewsOne24

যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

ফাইল ফটো

ফাইল ফটো

ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার সেমিফাইনালে পরাজয়ের পর মেসির দলের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তৃতা প্রদান করেন লিওনেল মেসি। 

যেটা শুনে দলের সকল সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন বলে জানালেন পিএসজি ফরওয়ার্ড ডি মারিয়া।

সম্প্রতি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘ব্রাজিলের বিপক্ষে হারের পর সুন্দর সুন্দর কথা বলেছিলেন মেসি।’

ডি মারিয়া জানান, ‘তিনি(মেসি) বলেছিলেন আমরা হয়তো বেশি সময় একসঙ্গে থাকিনি কিন্ত আমাদের একটি দল হয়েছে, যেটা ভবিষ্যতে আমাদের দেশকে অনেক ভালো সময় উপহার দেবে।’

তিনি আরো জানান, ‘মেসি শেষ করার সঙ্গে সঙ্গেই সবাই বিশেষ করে দলের নতুন সদস্যরা কাঁদতে আরম্ভ করে।’

পিএসজি ফরওয়ার্ড জানান, ‘মেসি জাতীয় সঙ্গীত গায় না, এমন অনেক কথা মিডিয়ায় শোনা যায়। কিন্তু এবারের আসরে অন্যরকম এক মেসিকে দেখেছি আমরা। সে দলের সদস্য এবং সংবাদ মাধ্যমের সামনে নিজে কথা বলেছি। এমন মেসিকেই আমার ভালো লাগে, আমি এমন মেসিকেই পছন্দ করি।’

নিউজওয়ান২৪.কম/এমজেড