NewsOne24

বিসিবি ও মোহামেডান ক্লাবের পরিচালক লোকমান আটক

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০১:৪৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ফাইল ফটো

ফাইল ফটো

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) মো. লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা। 

তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় লোকমানের বাড়িতে বুধবার রাতে শুরু হয় অভিযান। 

র‍্যাব সূত্র জানিয়েছে, বুধবার রাতে রাজধানীর তেজগাঁও মনিপুরী পাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। 

রাতে অভিযান শুরুর পর র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, সন্ধ্যার পর থেকে বাসাটি নজরদারিতে ছিল।

রাত পৌনে ১টার দিকে র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী বলেন, আমরা তাকে (লোকমান)  র‌্যাব-২ এ এনে জিজ্ঞাসাবাদ করছি।

লোকমান হোসেন ভূঁইয়ার বাড়িতে অভিযানের সময় কিছু পাওয়া গেছে জানালেও কী পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে চাননি এই র‌্যাব কর্মকর্তা।

এদিকে গুলশানের ফু ওয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে র‍্যাবের আরেক দল। শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

নিউজওয়ান২৪.কম/এমজেড