NewsOne24

বাঙালি অভিনেত্রীর বিকিনি ঝড়!

শোবিজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:০৬ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যেমন গ্ল্যামারাস তেমনই ফ্যাশন সেন্সও দুর্দান্ত সুমনা চক্রবর্তীর। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা সাত লাখ ৪০ হাজার।

সুমনা চক্রবর্তীর

দ্য কপিল শর্মা শো দিয়ে সবার নজরে আসেন বলিউডের এই বাঙালি অভিনেত্রী। বোল্ড হয়ে ফটোশ্যুটের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে সেনসেশন সুমনা।

অভিনয় জগতের ছবি ছাড়াও নিজের ব্যক্তিগত জীবনের ছবিও তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে তিনি কাজ শুরু করেন। তার বিপরীতে ছিলেন আমির খান এবং মণীষা কৈরালা।

একাধিক জনপ্রিয় হিন্দি সিরিয়ালেও কাজ করেছেন সুমনা। তাকে দেখা গেছে বরফি, কিক, ফির সে-এর মতো ছবিতে অভিনয় করতেও।

কিছুদিন আগেই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিকিনি পরা ছবি শেয়ার করেন তিনি। তারপর ভয়ঙ্করভাবে ট্রোলড হন। থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন সুমনা। সেখানে বিচ থেকে একটি ছবি শেয়ার করেছেন।

  বিকিনি পোজে বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তী

আর সেই ছবি দেখে ভক্তরা তাকে শালীনতা রক্ষার কথা বলেন। এমনকি পুনম পাণ্ডের উদাহরণ দেন অনেকে। অনেকেই আবার বলেন, খুল্লাম খুল্লা নিজের শরীর দেখানোর জন্যই এমন সব পোশাক পরছেন অভিনেত্রী। আর তিনি যা করছেন, সেটা একেবারেই ভুল করছেন।

নিউজওয়ান২৪.কম/এমজেড