NewsOne24

এবার ব্যবসার মাঠে মেসি

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার

লিওনেল মেসি -ছবি: সংগৃহীত

লিওনেল মেসি -ছবি: সংগৃহীত

অনেক আগেই ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যবসায়ী হিসেবে নাম লিখিয়েছেন। বের করেছেন নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। এবার তার পথে হাটলেন লিওনেল মেসি।

তারকা ফুটবলার হলেও এতদিন রোনালদোর পথে হাটেননি লিওনেল মেসি। এই প্রথম ব্যবসায় নাম লেখালেন তিনি। 

নিজের নামে পোশাক ব্র্যান্ড খুলেন তিনি। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে এই খবর।

গত বুধবারই নিজের নামে ‘মেসি’ ব্র্যান্ডের এই ফ্যাশন হাউজের উদ্বোধন করেন। বার্সেলোনায় খোলা হলো তার নামের নতুন ব্র্যান্ডের শো রুম। 

যদিও আগামী একমাস বার্সেলোনার সান্তা ইউলালিয়ায় চলবে প্রদর্শনী।

মেসির বোন মারিয়া সোলকে নিয়োগ দেয়া হয়েছে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে।

নিউজওযান২৪.কম/এমজেড