NewsOne24

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ফিরোজ ১০ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক

নিউজওয়ান২৪

প্রকাশিত : ১১:৫৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ফাইল ফটো

ফাইল ফটো

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল ইসলাম ফিরোজকে অবৈধ অস্ত্র ও নতুন রঙের ইয়াবা ট্যাবলেট জব্দের ঘটনায় পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তার এ আদেশ দেন। 

আরো পড়ুন>>> ‘ক্যাসিনো, জুয়া ও অশ্লীলতার নিয়ন্ত্রক সম্রাট’: খালেদ

এর আগে ফিরোজকে আদালতে হাজির করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর মধ্যে অস্ত্র আইনের মামলায় পাঁচ দিন ও মাদকের মামলায় পাঁচ দিন রিমান্ড দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার।

এদিন অস্ত্র আইনের মামলায় তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই মো. নুর উদ্দিন এবং একই থানার এসআই আশিকুর রহমান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ফিরোজকে আদালতে হাজির করেন। 

পরে  মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, অবৈধ আগ্নেয়াস্ত্র মাদকদ্রব্যের উৎস এবং অন্যান্য জড়িত থাকা সনাক্তকরণের জন্য ১০ দিন করে ২০ দিন রিমান্ড আবেদন করেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে হলুদ রঙের বিশেষ ধরনের ইয়াবাসহ কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতিকে আটক করা হয়।

নিউজওয়ান২৪.কম/এমজেড