NewsOne24

গণতন্ত্রের মার্কিন কায়দা

সিয়াটলে মে দিবসের বিক্ষোভে মরিচের গুঁড়া

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০২:২২ পিএম, ৩ মে ২০১৪ শনিবার | আপডেট: ০২:৫৭ পিএম, ৩ মে ২০১৪ শনিবার

আমেরিকার সিয়াটেল শহরে মে দিবসের পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করার জন্য মরিচের গুঁড়া ছিটিয়েছে পুলিশ। তারা বহু বিক্ষোভকারীকে আটক করেছে। আটক এক বিক্ষোভকারীর কাছ থেকে বন্দুক উদ্ধারের দাবি করেছে মার্কিন পুলিশ।  

 

অভিবাসীদের অধিকার এবং ন্যূনতম মজুরির দাবিতে সিয়াটেল নগরীর রাজপথে বৃহস্পতিবার শত শত মানুষ বিক্ষোভ করতে নামলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও আটকের ঘটনা ঘটে। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ছুঁড়তে থাকে। পরে তারা ক্যাপিটল হিল এলাকায় আবর্জনা জড়ো করার পাত্রগুলোতে আগুন দেয়। গত দু’বছর ধরে সিয়াটেলে মে দিবসের মিছলকে কেন্দ্র করে সহিংসতা ঘটছে।

 

এদিকে লস অ্যাঞ্জেলেসেও একই ধরণের বিক্ষোভ হয়েছে বৃহস্পতিবার। অভিবাসীদের অধিকার আদায়ের প্রতি সমর্থন জানিয়ে এ সব বিক্ষোভ শোভাযাত্রায় হাজার হাজার মানুষ যোগ দেয়।

 

গত কয়েক বছর ধরে মে দিবসে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ জোরদার হতে শুরু করেছে এবং মার্কিন অভিবাসী আইনের বিরুদ্ধে মানুষ ক্ষোভ প্রকাশ করছে। আমেরিকায় বৈধ কাগজপত্র ছাড়া প্রায় এক কোটি ১০ লাখ অভিবাসী রয়েছেন এবং তাদেরকে বৈধ করে নেয়ার জন্য দাবি জানিয়ে আসছেন বিক্ষোভকারীরা।