ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

২৩ মে খুলছে স্কুল-কলেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ২৬ মার্চ ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৩ মে সারাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বৈঠকে জানানো হয়, বাংলাদেশসহ সারাবিশ্বে  চলমান করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়ছে।  এর ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় নেয়া হয়েছে।

এরইপ্রেক্ষিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান আগামী ঈদ উল ফিতরের পর ২৩ মে থেকে শুরু শুরু হবে। এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে শিক্ষামন্ত্রী জানান, করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ মার্চ নয়, ঈদের পরই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

আরও পড়ুন
শিক্ষাঙ্গন বিভাগের সর্বাধিক পঠিত